
তথ্যের ভারে ক্লান্তিকর হয়ে ওঠার চিরাচরিত ধারণা ভেঙে কিছু সাক্ষীচিত্র দর্শকের মনে গভীর আবেদন তৈরি করে। ‘মক্সা মানব’ তেমনই এক ব্যতিক্রমী সৃষ্টি, যা বারবার দেখার আগ্রহ জাগায় এবং যার প্রতিটি ফ্রেমে লুকিয়ে আছে এক জীবনবোধের অনুসন্ধান।
উপস্থাপনা ও রঙের ব্যবহার
সাক্ষীচিত্র শুরু হয় এক মনোরম পাহাড়ি পরিবেশে। আঁকাবাঁকা সর্পিল পথে চলতে থাকা গাড়ির দৃশ্যের মাধ্যমে ক্যামেরা নিজেই যেন দর্শককে নিয়ে যায় এক যাত্রাপথে। সাদা-কালো (Black and White) ফ্রেমে এক অজানাকে জানার তীব্র কৌতুহল তৈরি হয়।
এই সাদাকালো দৃশ্যপট হঠাৎই রঙে ঝলমল করে ওঠে যখন এক লামার পরিচয়ে সামনে আসে ‘মক্সা গাছ’। এর পরই ফ্রেম পরিবর্তিত হয়, ক্যামেরা এগিয়ে যায় কেন্দ্রীয় চরিত্রের দিকে: ডা. বিকাশকুমার চন্দ্র। ভারতীয় চিকিৎসাশাস্ত্রে আকুপাংচার এবং মক্সিবাসনের মাধ্যমে যিনি এক নিঃশব্দ বিপ্লব ঘটিয়েছেন।

স্রষ্টা ও তাঁর বার্তা
ডা.বিকাশকুমার চন্দ্রের দর্শন ও কর্মপদ্ধতি জানতে তার উত্তরসূরিদের সাথে কথোপকথন চলে, যেখানে উঠে আসে এক অজানা তথ্য ভাণ্ডার। নেপথ্যে সুরের মূর্ছনা যেন এই জ্ঞান ও সেবার জয়যাত্রারই প্রতীক। এক শিশুর কান্না এবং কথার মাঝে যখন মক্সা জাদু-দণ্ডের ছোঁয়ায় যন্ত্রণার উপশম হয়—সেই দৃশ্যটি যেন সমগ্র প্রকৃতির কাছে এক আশাবাদের বার্তা বহন করে আনে।
এরপরই ভেসে ওঠে বিকাশ চন্দ্রের কর্মজীবনের আলোকোজ্জ্বল মুহূর্তগুলি—কখনো জঙ্গলে ঔষধি গাছের সন্ধানে, কখনো বা পরিবারের সাথে কাটানো নিজস্ব জীবনের স্মৃতি। অ্যালবামের ছবির এই অসামান্য উপস্থাপন সাক্ষীচিত্রের গভীরতা বাড়িয়ে তোলে।
মানবিক আবেদন ও উপসংহার
ডাক্তারবাবু সম্পর্কে লামা যখন অত্যন্ত সরলভাবে বলেন, “উনি খুব ভালো মানুষ,” ক্যামেরা তখন তাঁর থেকে সরে এসে সমগ্র পার্বত্য উপত্যকার দিকে দৃষ্টি ফেরায়, এই মুহূর্তে ডা. বিকাশকুমার চন্দ্রকে যেন ‘স্বর্গদূত’ মনে হয়, যিনি হয়তো বর্তমানে আকাশে বিরাজমান। মর্ত্যে তাঁর উত্তরসূরিরা সেই অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণতার দিকে এগিয়ে নিয়ে চলেছেন। ডা. চন্দ্র যেন তাঁর কর্মপ্রবাহের মাধ্যমে সমগ্র জাতিকে বাঁচাতে চেয়েছেন। শেষ দৃশ্যে পরিচালক যে বার্তা দিয়েছেন, তাতে দর্শক হিসেবে একথাই মনে হয়: ‘মক্সা মানব’ কেবল তথ্যের ধারক নয়, এটি এক মহৎ মানবিক আদর্শের প্রতিচ্ছবি।

সাক্ষীচিত্রের লিংক: https://youtu.be/H0uvpUCEUiE
জীবনস্মৃতি আর্কাইভ ব্লগ
যুগ্ম সম্পাদক : অরিন্দম সাহা সরদার (অবেক্ষক এবং সভাপতি, জীবনস্মৃতি আর্কাইভ ) এবং বিয়াস ঘোষ (সম্পাদক, জীবনস্মৃতি আর্কাইভ)
প্রধান সহযোগী সম্পাদক : মৌমিতা পাল
যুগ্ম সহযোগী সম্পাদক : অঙ্কুশ দাস
প্রথম বর্ষ । বিশেষ প্রকাশ । ২ ডিসেম্বর মঙ্গলবার ২০২৫