[এ-অংশের দুই কবিতারই প্রথম ছত্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় থেকে সরাসরি গৃহীত]
(ক) লিমেরিক: মাত্রা চার
কথা কয়। জল পড়ে। মেঘ ডাকে। হাত নাড়ে। খেলা করে।
মেঘ কয়। জল নাড়ে। খেলা ডাকে। হাত করে। কথা পড়ে।
কথা মেঘ। হাত ডাক। খেলা খেলা জল।
মেঘে মেঘে। হাতে হাতে। জলে জলে জল।
ডাকে মেঘ। করে খেলা। কয় কথা। জল পড়ে। পাতা নড়ে।
(খ) লিমেরিক: মাত্রা পাঁচ
নূতন ঘটী। পুরাণ বাটী। কাল পাথর। সাদা কাপড়। শীতল জল।
কাপড় কাল। পুরাণ ঘটী। সাদা পাথর। বাটী নূতন। জল শীতল।
পুরাণ পাথর বাটী।
নূতন শীতল পাটি।
কাপড় সাদা। কপাল ফাটা। পাথর চাপা। ঘাঁটি পাহারা। জলকে চল।
কবিতা পাঠের লিংক : https://youtu.be/DcVsm0c_ybA
জীবনস্মৃতি আর্কাইভ ব্লগ
যুগ্ম সম্পাদক : অরিন্দম সাহা সরদার অবেক্ষক এবং সভাপতি, জীবনস্মৃতি আর্কাইভ ।
বিয়াস ঘোষ সম্পাদক, জীবনস্মৃতি আর্কাইভ ।
প্রধান সহযোগী সম্পাদক : মৌমিতা পাল
সহযোগী সম্পাদক মণ্ডলী : প্রমিতি রায় । অঙ্কুশ দাস । সুজাতা সাহা
প্রথম বর্ষ । প্রকাশ – ২ । ২২ জুন ২০২৫