কাব্যগ্রন্থ : গুহালিপি
হঠাৎ রাতে ঘুম ভেঙে যায়
হঠাৎ কোনো,
গহন গোপন রাতে। দেখি,
বুকের কাছে কী যেন এক কামড়ে আছে
সঠিক হুলে বিঁধে। জ্বলে,
বিষের প্রকোপ ঘিরে,
ক্ষতের প্রসর বাড়ে,
সূক্ষচেতন স্নায়ুর পরত ঝিম মেরে যায় ঘুমে। দেখি,
ধাপের পরে
ধাপে
পিছল সিঁড়ির
সমে
ঈষৎফাঁক চোরকুঠুরির দরজাখানা অন্ধকারে কাঁপে। শুনি,
নেপথ্যে যে পাড়ের বুকে নদীর স্রোতের ছলাৎ ছলাৎ বাজে। যাব,
জল বাড়ে ওই, জল বেড়ে যায়।
প্লুত মনের অস্থিরতায়
সমস্ত যে স্রস্ত হঠাৎ পুঙ্খ অনুপুঙ্খে । দেখি,
হলদে আলো
বোবা দেয়াল
স্পন্দ-মরা নিথর অবাক জেগে,
গুমোট ব্যথার পোক্ত ভিতে ঠাণ্ডা প্রলেপ লেগে। আর,
ঘুম আসে না রাতে।

স্বরচিত কবিতা পাঠ :
Video link : https://youtu.be/3A19ntR6HIU
শিবাজী বন্দ্যোপাধ্যায় প্রাক্তন অধ্যাপক, সংস্কৃতিবিদ্যা, সেন্টার ফর স্টাডিজ ইন সোসাল সায়েন্সয়েস্, ক্যালকাটা (CSSSC)। প্রাক্তন অধ্যাপক, তুলনামূলক সাহিত্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা।
জীবনস্মৃতি আর্কাইভ ব্লগ
যুগ্ম সম্পাদক : অরিন্দম সাহা সরদার অবেক্ষক এবং সভাপতি, জীবনস্মৃতি আর্কাইভ । বিয়াস ঘোষ সম্পাদক, জীবনস্মৃতি আর্কাইভ ।
প্রধান সহযোগী সম্পাদক : মৌমিতা পাল
সহযোগী সম্পাদক মণ্ডলী : প্রমিতি রায় । অঙ্কুশ দাস । কুণাল গুপ্ত
এই কবিতাটি আমার বড় প্রিয়।
শৈলী ও ছন্দ, দুই-ই চমৎকার।
শঙ্খের অলঙ্করণ ব্যথার ভিতে ঠান্ডা প্রলেপ, হলেও সাদা-কালো, রঙ্গে রঙিন।
পাশে থাকবেন। অশেষ কৃতজ্ঞতা জানাই।
Aha sukhnachetan snayur parat jhim mere jay ghume.