আছে: বোমারুর
আশমানি গরজানি, লোক
কাতার-কাতার,
অগুনতি কত অনিকেত
পলায়নপর।
#
আজব চলৎছবি:
মরিয়া পাগলপারা, তবু
নড়ছে না পা কারো,
এগোচ্ছে না একজনও
সবেগ উদ্বেগে।
#
চলমান শুধু
পরম নজির, মানুষের
বাস্তুবিজ্ঞানের:
বাসা গুঁড়ো, পোড়া শবে স্তূপ,
সমাধি প্রচুর।
#
এর খুনে যাযাবরি
ওর লাশ। বুঝি-বা তামাম
ভুবনের সামান্য রূপক
আজ, নিষ্ক্রমণ-রন্ধ্রে
বোজা, ভূমধ্যসাগর ঘেঁষা, দমসমে
দ্বিপাদ ও বধ্যভূমি—
গাজ়া।
কবিতা পাঠের লিংক : https://youtu.be/YMC0UXpot3Y
জীবনস্মৃতি আর্কাইভ ব্লগ
যুগ্ম সম্পাদক : অরিন্দম সাহা সরদার অবেক্ষক এবং সভাপতি, জীবনস্মৃতি আর্কাইভ ।
বিয়াস ঘোষ সম্পাদক, জীবনস্মৃতি আর্কাইভ ।
প্রধান সহযোগী সম্পাদক : মৌমিতা পাল
সহযোগী সম্পাদক মণ্ডলী : অঙ্কুশ দাস । সুজাতা সাহা
প্রথম বর্ষ । বিশেষ প্রকাশ । ১ অগস্ট ২০২৫
সময়ের দীর্ঘনিঃশ্বাস শুনতে পাওয়া গেল।
জীবন দণ্ডিত। কোনো নিষ্ক্রমণ নেই আমাদের।
মাত্র ৫৭টি শব্দের যথার্থ স্থাপনায় কবি পৃথিবীর মর্ম-ভূগোলকে যেন খপাৎ করে ধরে নিলেন তাঁর হাতের মুঠে।
তীক্ষ্ম। তীব্র। গভীর।
ধ্বংসমন্ত্রে দীক্ষিত এই ভূমি গাজা
হিংসাখেলা খোঁজে প্রাণ তাজা
মর্মভেদী শব্দসমুচ্চয়
অঘোষিত কবিকথা
মূলসূত্র মানব মহোদয়
ধ্বংসমন্ত্রে দীক্ষিত এই ভূমি গাজা / হিংসাখেলা খোঁজে প্রাণ তাজা /মর্মভেদী শব্দসমুচ্চয়/ অঘোষিত কবিকথা /মূলসূত্র মানব মহোদয়