Jibansmriti Archive

কাব্যগ্রন্থ : গুহালিপি

অনাবাদি ভূমি যদি

আকালের দ্বারে এসে, পাড়ভাঙা ঢেউ মাগে, চায় খালি নিরবধি নদী,

মজা পেয়ে রুখো আরো, ক্রূরতর, হবে না কি হিংস্র বালিয়াড়ি ?

জনতার সমবায়ে এতদিন যে ছিল ফেরারি,

সড়কে ছাউনি ফেলে, নিরস্ত্র আপন্ন তবু সহজ সঞ্চারী,

হয় যদি দিগ্বাস সে, খোলাপটে অনিকেত, বেবাক জাহির ?

যাবে না ঝটিতে ভেঙে জমাটি আসর আহা, মধুরোলে ভোম যত রগুড়ের ভিড়,

গৃধদের নখছাপ এঁকে-লিখে পেঁজামেঘে রটাবে না গুজব মারীর ?

অথচ জানান বিনা, বাড়ে না বাঁচে না মোটে, রোদে জলে মুকুলিত, মৃদু গোপনতা।

মাখো মাখো হাওয়াদেশে, নাই যদি ঘুরে ফেরে ভুঁইচোরা বার্তা,

বৃথা তবে জেগে মরা, মমতার ওমতপে শবের সাধনা, আনিশি তা।

তাই বলে, বেলা শেষে, নাকালই বা হবে কেন, রিক্তহাত বিষন্ন বালক ?

          ( খুঁজে ফিরে নষ্টলগ্নে নীলকণ্ঠ পাখির পালক। )

স্বরচিত কবিতা পাঠ :

Video link : https://youtu.be/u-vccH_FNwU

জীবনস্মৃতি আর্কাইভ ব্লগ

যুগ্ম সম্পাদক অরিন্দম সাহা সরদার অবেক্ষক এবং সভাপতি, জীবনস্মৃতি আর্কাইভ । 

বিয়াস ঘোষ সম্পাদক, জীবনস্মৃতি আর্কাইভ ।

প্রধান সহযোগী সম্পাদক : মৌমিতা পাল

সহযোগী সম্পাদক মণ্ডলী : প্রমিতি রায় । অঙ্কুশ দাস । কুণাল গুপ্ত

প্রথম বর্ষ । প্রকাশ – ২ । ২২ জুন ২০২৫

One Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *