শত্তুরের মুখে ছাই, নজর না-লাগে যেন কারো
আরো চাই—সোনাদানা, বাড়িঘর, ভরা সংসার
তুলনা মেলে না ত্রিভুবনে হেন স্বামী ও সন্তান
এসব ছাড়াও চলে, যদি দৃষ্টি খুলে যায় তার
যুবতী জানুক, ব্রতে কত স্বার্থ, কত মিথ্যা, ভান
যেভাবে অপরপক্ষ মেনে নেয় সামর্থ্য পণের
প্রেমও কি এসবে ধার্য, যুগে-যুগে রন্ধ্রে মিশে যায়
অমরত্ব পেতে চেয়ে বিচ্ছেদকাহিনি লেখে ফের
যুবতী নিশ্চিত, কারো মুখাপেক্ষী হয়ে-থাকা দিন
কীভাবে তছনছ করে, গেঁথে দেয় ঈর্ষাঘন বাণ
চাওয়ার এত যে শিল্প জীবনে বৈচিত্র এত যার
কেন-বা অন্যের শর্ত মেনে চলবে অমৃতসমান
ব্রতের নিজস্ব মন্ত্র লিখে নিজে করো উচ্চারণ—
এ-বঙ্গ দেখেছে খনা, তুমি তাঁর অব্যক্ত বচন

স্বরচিত কবিতা পাঠ :
Video link : https://youtu.be/Jnq7JQQRdv0
তন্ময় ভট্টাচার্য জন্ম ১৪ সেপ্টেম্বর ১৯৯৪, বেলঘরিয়ায়। বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লেখালিখি করেন। প্রকাশিত বই – বেলঘরিয়ার ইতিহাস সন্ধানে (২০১৬), আত্মানং বিদ্ধি (২০১৮), বাংলার ব্রত (কবিতা, ২০২২), অবাঙ্মনসগোচর (কবিতা, ২০২৩), বাংলার কাব্য ও মানচিত্রে উত্তর চব্বিশ পরগনা ও হুগলি জেলার গঙ্গা-তীরবর্তী জনপদ (২০২৩), পা কাটিয়া দিবার শতেক খেলাচ্ছল (কবিতা, ২০২৫) ইত্যাদি।
জীবনস্মৃতি আর্কাইভ ব্লগ
যুগ্ম সম্পাদক : অরিন্দম সাহা সরদার অবেক্ষক এবং সভাপতি, জীবনস্মৃতি আর্কাইভ ।
বিয়াস ঘোষ সম্পাদক, জীবনস্মৃতি আর্কাইভ ।
প্রধান সহযোগী সম্পাদক : মৌমিতা পাল
সহযোগী সম্পাদক মণ্ডলী : প্রমিতি রায় । অঙ্কুশ দাস । কুণাল গুপ্ত
প্রথম বর্ষ । প্রকাশ – ২ । ২২ জুন ২০২৫